reporterঅনলাইন ডেস্ক
  ৩০ জুন, ২০১৮

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, থমথমে ক্যাম্পাস

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের উপর এ হামলা চালানো হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকার প্রধানের ঘোষণার আড়াই মাসেও কোটা সংস্কারের কোনো প্রজ্ঞাপন জারি হয় নি। এ নিয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আজ সংবাদ সম্মেলন করার কথা ছিল।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন কোটা আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। এসময় সেখানে উপস্থিত হন পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহবায়ক রাশেদ ও নুরুল ইসলাম নুর।

শিক্ষার্থীরা কিছু বুঝে উঠার আগেই তাদের উপর লাঠিশোটা নিয়ে হামলা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়েছে। সশস্ত্র এই হামলায় মুহূর্তেই আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আন্দোলনের নেতা রাশেদ ও নুর লাইব্রেবিতে আশ্রয় নিয়েছেন।

এ রিপোর্ট লেখার সময় গোটা ক্যাম্পাস থমথমে। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে হামলাকারীরা অবস্থান নিয়ে আছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোটা সংস্কার,আন্দোলনকারী,হামলা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist