জাবি প্রতিনিধি

  ২২ মার্চ, ২০১৮

জাবিতে র‌্যাগিংয়ের অভিযোগে ৪ শিক্ষার্থী শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিংয়ের অভিযোগে ৪৬ ব্যাচের ৪ শিক্ষার্থীকে শোকজ নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরা হলেন সরকার ও রাজনীতি বিভাগের আহনাফ তাহমিদ অর্ণব, মো. নাইমুর রহমান, মো. গুলজার আহমেদ ও ইতিহাস বিভাগের আসিফ। বৃহস্পতিবার তাদেরকে শোকজ নোটিশ পাঠানো হয় বলে ডিসিপ্লিন বোর্ডের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভূক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদেরকে আজ (বৃহস্পতিবার) কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’

এর আগে বুধবার ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৭ তম ব্যাচের ১৪ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগপত্রে ৪৬ তম ব্যাচের ওই ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ আনেন।

অভিযোগ পত্রে বলা হয়, গত ১৫ মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ৪৭ তম দিন উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুশীলন করছিল ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্তরা তাদেরকে সপ্তম ছায়ামঞ্চে ডেকে নিয়ে শারীরিক ও মানসিক নিার্যতন করে। এমনকি পরবর্তীতে কোন অভিযোগ প্রদান করলে হলে দেখে নিবে বলে হুমকি দেয় তারা।

এ ব্যাপারে অভিযুক্ত অর্ণব বলেন, ‘তারা টিএসসিতে বসে সিগারেট খাচ্ছিলো এবং তাদের শার্টের হাতা লাগানো ছিলো না। এছাড়াও তাদের নৃত্যের অঙ্গভঙ্গি ছিলো দৃষ্টিকটু। তাই আমি, গুলজার ও নাইমুর তাদেরকে সপ্তম ছায়ামঞ্চের দিকে নিয়ে যাই এবং এসব কাজ করতে নিষেধ করি। আসিফ মানষিকভাবে কিছুটা ভারসম্যহীন। তাই সে নিজেকে কনট্রোল করতে না পেরে নীরবকে থাপ্পড় দেয়। ’ আসিফের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। অন্যদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,শিক্ষার্থী শোকজ,র‌্যাগিংয়ের অভিযোগ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist