রাবি প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০১৮

র‌্যাগিং বন্ধের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের উপর র‌্যাগিং বন্ধ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ বিষয়ে কঠোর প্রদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কেএএম সাকিব বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ে যেমন মার্স্টাসের শিক্ষার্থীদের অধিকার আছে তেমনি একজন প্রথম বর্ষের শিক্ষার্থীদের। নবীনদের পদচারণায় ক্যাম্পাস হয়ে উঠে চঞ্চল তবে র‌্যাগিং নামক অমানবিক নির্যাতন তাদের ভিতরে সৃষ্টি করে আতঙ্ক। আমরা নবীনদের নির্ভয়ে ক্যাম্পাসে চলাফেরা করবে তা দেখতে চাই। যখন নবীনদের সাথে বড় ভাইরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে তখনই র‌্যাগিং নামক অমানবিক নির্যাতন দূর হবে।’

শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বৈধ নয় উল্লেখ করে সংগঠনটির উপদেষ্টা রাবি লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক শাহীন জোহুরা বলেন, ‘নবীন শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ কাম্য নয়। তাদের প্রতি আমাদের এমন আচরণ হতে হবে যাতে তাদের কোন শারিরীক ও মানসিক ক্ষতি না হয়।’

এ সময় তিনি এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতন হতে এবং এসব কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাবেদুল ইসলাম মনির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েনের সদস্য সচিব ফজলে রাকিব কামাল, বাংলা বিভাগের শিক্ষার্থী মাহাযারুল ইসলাম রকি, আইন বিভাগের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান, মনজু শিকদারসহ অন্যান্য শিক্ষার্থীরা।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানববন্ধন,র‌্যাগিং বন্ধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist