রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৭ ডিসেম্বর, ২০১৭

রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ তালিকায় অন্তর্ভুক্ত না করায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অথচ উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন অজোপাড়াগায়ের একটি বিদ্যালয় জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে মানববন্ধন করেছে বিক্ষুদ্ধ শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী। এদিকে, একইদিন রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে সংবাদ সংম্মেলন করা হয়।

জানা গেছে, উপজেলার সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই এই বিদ্যালয়টি জাতীয়করণের দাবি জানানো হচ্ছিল। অথচ গত মঙ্গলবার উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন মৌডুবি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের তালিকায় স্থান পায়। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী-শিক্ষক ও উপজেলাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় রোববার বিকেল ৪ টায় উপজেলা সদরের বাহেরচর চৌরাস্তায় একটি মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে ওই বিদ্যালয়ের বিক্ষুদ্ধ তিন হাজার ছাত্র/ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান মামুন খান, মজিবুর রহমান, শাহ আলম, এস আলম ও আমির হোসেন মল্লিক প্রমুখ। বক্তারা বলেন, ‘একটি কু-চক্রি মহলের ষড়যন্ত্রের কারণে সব যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদের বিদ্যালয়ের পরিবর্তে অজোপাড়াগায়ের মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তাই এবিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

এদিকে বিকেল সাড়ে ৪ টায় রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, ‘১৯২৭ সালে ঐতিহ্যবাহী রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে এসএসসি, এইচএসসি ও জেএসসি পরীক্ষা কেন্দ্র। জাতীয়করণ করার লক্ষ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো তালিকায় এই বিদ্যালয় প্রথম স্থানে ছিল। তবুও কুচক্রি মহলের ষড়যন্ত্রের কারণে এই বিদ্যালয়ের পরিবর্তে যোগাযোগ বিচ্ছিন্ন অজোপাড়াগারে মৌডুবি মাধ্যমিক বিদ্যালয়ের নাম জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত হয়।’

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস আলম, রাঙ্গাবালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজু হাওলাদার ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান বলেন, ‘একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রের কারণে এই বিদ্যালয় জাতীয়করণের তালিকায় স্থান পায়নি। তাই এই বিদ্যালয়টি জাতীয়করণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, ‘উপজেলা সদর থেকে দূরের একটি বিদ্যালয় জাতীয়করণ হলে আমাদের অফিসিয়াল কাজকর্মে সমস্যার সৃষ্টি হবে। তাছাড়া উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণের দাবি সবার।’

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাতীয়করণের দাবি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist