কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

কুয়াকাটায় সওজ'র উচ্ছেদ অভিযান শুরু

কুয়াকাটায় সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রহণকৃত জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। সড়কের দু’পাশে ৭০ ফুটের মধ্যে থাকা পাকা ও আধাপাকাসহ সব ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রবিবার সকাল ৮টায় খননযন্ত্র, ট্রাক ও অর্ধশতাধিক শ্রমিক উচ্ছেদের কাজে অংশ নেয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম এবং পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহাম্মেদ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছেন।

এসময় আবাসিক হোটেল সমুদ্র বিলাস, হোটেল সাগর ছায়া, হোটেল সূর্যোদয়, হোটেল রিয়াজসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। চলমান উচ্ছেদ অভিযানের প্রথম দিন সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। এ সময় কুয়াকাটা থেকে মহাসড়কের ৫কি.মি শেখ রাসেল সেতু পর্যন্ত অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে বলে সওজ কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে, আদালতের নিষেধাজ্ঞা থাকায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের মালিকানা নির্মাণাধীন আবাসিক হোটেল হানিমুন প্যালেস অপসারণ করা হয়নি বলে জানানো হয়। অভিযানে মহিপুর থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

পটুয়াখালী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামউদ্দিন আহাম্মেদ বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধিগ্রণকৃত জায়গা থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজ (রবিবার) সকালে কুয়াকাটা থেকে উচ্ছেদ শুরু করেছি। আগামী এক সপ্তাহের মধ্যে পটুয়াখালী চৌরাস্তা পর্যন্ত প্রায় ৭০ কিমি মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

উল্লেখ, বর্তমানে মূল সড়কটি ৩৫ ফুট রয়েছে। এর মাঝখান থেকে দু’পাশে আরও ৩৫ ফুট করে মোট ৭০ ফুট জায়গা সড়ক ও জনপথ অধিদপ্তর অধিগ্রহণ করে। ইতোমধ্যে ওই অধিগ্রহণকৃত জায়গার ক্ষতিপূরণ জমির মালিকরা উত্তোলন করলেও তাদের স্থাপনা সরিয়ে নেয়নি।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উচ্ছেদ অভিযান,সড়ক ও জনপথ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist