reporterঅনলাইন ডেস্ক
  ২০ আগস্ট, ২০১৭

পদ্মায় পানি বৃদ্ধি : ব্যাহত ফেরি চলাচল

মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে দুদিন ধরে তলিয়ে আছে কাঁঠালবাড়ি ফেরিঘাটের ২টি পন্টুনের র‌্যাম। এরআগে শনিবার বিকেলে একটি পন্টুনের র‌্যাম র‌্যাকার দিয়ে সরিয়ে ইটবোঝাই বস্তা ফেলে মেরামত করা হয়।

ঘাট অচল থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আছে ৩ শতাধিক যানবাহন। ফলে দুর্ভোগে পড়েছেন চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিপদসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ঘাট এলাকার ৪টি পন্টুনের র‌্যামের মধ্যে ২টি এখনো তলিয়ে আছে। ঘাট দুটিকে স্বাভাবিক রাখতে কাজ করছে কর্তৃপক্ষ।

পুরো ঘাট রোববার বিকেল নাগাদ স্বাভাবিক হবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এছাড়া নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলো প্রায়ই বিকল হয়ে যাওয়ায় পারাপারে দ্বিগুণেরও বেশি সময় লাগছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদারীপুর,কাঁঠালবাড়ি ফেরিঘাট,পদ্মায় পানি বৃদ্ধি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist