reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুলাই, ২০১৭

এবার মোহনপুরে মিলল ৬৫ গোখরা

এবার রাজশাহীর মোহনপুরে শোয়ার ঘরে ৬৫টি বিষধর গোখরা পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ধোপাঘাটা পূর্বপাড়ার নছির উদ্দিনের দুই ছেলে শাবিল হোসেন ও বাবুল হোসেনের শোয়ার ঘর থেকে সাপগুলো উদ্ধার করা হয়। পরে আতঙ্কে সাপগুলো মেরে ফেলেছেন তারা।

শাবিল হোসেন ও বাবুল হোসেন জানান, সকালে তারা বিষধর গোখরা সাপের দুটি বাচ্চা দেখতে পান। পরে সেগুলো মেরে ফেলেন। এরপর ঘরজুড়ে সন্ধান চলান। এক পর্যায়ে ইঁদুরের গর্ত দেখতে পান। ওই গর্ত খুঁড়ে পাওয়া যায় ৬৫টি গোখরার বাচ্চা। একে একে সবগুলো মেরে ফেলা হয়েছে। ওই গর্তে পাওয়া ১৭টি ডিমও নষ্ট করে ফেলা হয়।

তারা আরও জানান, ওই গর্তে তারা চারটি প্রাপ্ত বয়স্ক গোখরা দেখতে পেয়েছেন। তবে মারতে পারেননি। তাদের খুঁজে বের করতে কাজ চলছে।

গত ৪ জুলাই থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত গত ২০ দিনে রাজশাহী নগরী, পবা, তানোর, দুর্গাপুর, মোহনপুর এবং বাগমারায় ৩৬৫টি বিষধর গোখরা সাপ ধরা পড়েছে। ধ্বংস করা হয়েছে ২৩৫টি ডিম।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোহনপুর,গোখরা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist