reporterঅনলাইন ডেস্ক
  ১৫ জুলাই, ২০১৭

লাইনচ্যুত ট্রেনের বগি, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ

পাবনার মূলাডুলি স্টেশনের কাছে 'চিত্রা এক্সপ্রেস' ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহী ও খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার দুপুর সোয়া ১টায় ঈশ্বরদী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর মূলাডুলি স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

তবে এখানে ডবল লাইন থাকায় অন্যান্য ট্রেন চলাচলে সমস্যা হবে না বলে জানিয়েছেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসি।

তিনি বলেন, এখনো রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেনি। তবে মূলাডুলিতে স্টপেজ থাকার কারণে ট্রেনের গতি কম ছিল। ফলে এই দুর্ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রিলিফ ট্রেন পাকশী থেকে এসে উদ্ধার কাজে অংশ গ্রহণ করবে। ট্রেনটি স্বাভাবিক করে আবার ছাড়তে কমপক্ষে ৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় যাত্রীরা অনেকটা অস্থিরতার মধ্যে সময় পার করছেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লাইনচ্যুত,ট্রেন,বগি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist