reporterঅনলাইন ডেস্ক
  ২৪ মে, ২০১৭

পুরুষবিষয়ক মন্ত্রণালয় দাবিতে মানববন্ধন

পুরুষ নির্যাতন আইন প্রণয়নের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ। এছাড়া মানববন্ধনে পুরুষবিষয়ক মন্ত্রণালয় গঠন ও যৌতুক মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে এনে দ্রুত নিষ্পত্তিসহ ২১ দফা দাবি জানানো হয়।

বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে স্ত্রী দ্বারা নির্যাতিত পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান খায়রুল আলম, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বাবুল মিয়া, মাহমুদুর রহমান চৌধুরী জয় প্রমুখ।

খায়রুল আলম বলেন, দেশে নারী নির্যাতন দমন আইন থাকলেও পুরুষ নির্যাতন দমন আইন নেই। অথচ বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার পুরুষ নারীদের হাতে নির্যাতিত হয়ে বছরের পর বছর জেল খাটছে। তিনি বলেন, দেশে মহিলাবিষয়ক মন্ত্রণালয় থাকলেও পুরুষবিষয়ক মন্ত্রণালয় নেই। এজন্য দ্রুত পুরুষবিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানববন্ধন,পুরুষ নির্যাতন,নারায়ণগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist