reporterঅনলাইন ডেস্ক
  ৩১ জুলাই, ২০২০

কুমিল্লায় শেষ মুহূর্তে ক্রেতা বেশি, পশু কম

কুমিল্লার হাটগুলোতে শেষ মুহূর্তে পশুর সংকট দেখা দিয়েছে। বর্তমানে হাটে ক্রেতা বেশি হলেও পশুর সংখ্যা অনেক কম। যার কারণে গরুর দামও গত দুইদিন আগের তুলনায় অনেক বেশি। এতে বিক্রেতারা বেশ খুশি হলেও অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা।

জানা গেছে, গত বুধবারেও হাটগুলোতে পর্যাপ্ত পশু ছিলো। দাম ছিলো সবার নাগালে। পশু বিক্রিও হয়েছে বেশ। তখন দাম কম পেয়ে হতাশায় ছিলেন পশু ব্যবসায়ী ও গৃহস্থরা। তবে মাত্র একদিনের ব্যবধানে পশুর দাম বেড়ে গেছে। পাশাপাশি কুমিল্লার হাটে পশুর সংকট দেখা দিয়েছে। এখন হাটে ক্রেতা আছে পশু নেই।

কুমিল্লা ব্রাহ্মনপাড়া উপজেলার সাহেবাবাদ, বুড়িচংয়ের শংকুচাইল, ফকিরবাজার, ছয়গ্রাম, ভরাসার, ষোলনল বাবুর বাজার, আদর্শ সদর উপজেলার বানাশুয়া, চাঁনপুর, নেউরা, বিবির বাজার, চকবাজারে খোঁজ নিয়ে এমন তথ্যই জানা গেছে। এছাড়া জেলার অন্যান্য উপজেলাগুলোতেও একই অবস্থা।

কুমিল্লা নগরীর ঝাউতলার বাসিন্দা আবদুল হামিদ জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলের পরে হাটে পশু বিকিকিনি শেষ হয়ে যায়। শুক্রবার সকাল থেকেই হাটে তেমন পশু নেই। যার কারণে হতাশ হয়ে পড়েন ক্রেতারা।

গত ১৮ বছর ধরে আদর্শ সদর উপজেলার চাঁনপুর গাউছিয়া হাটে পশু বেঁচাকেনা করেন বগুড়ার গরু ব্যবসায়ী কফিল উদ্দিন।

কফিল জানান, তিনি এ বছর ১৮টি গরু হাটে এনেছেন। গত বুধবার কেনা দামে ৮টি গরু বিক্রি করেছেন। এতে তেমন কোন লাভ হয়নি। তবে গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার বিকেলেই বাকি ১০টি গরু বিক্রি হয়ে যায় তার। গড়ে প্রতিটি গরু প্রায় ২০ হাজার টাকা করে লাভ হয়েছে তার।

এদিকে, শুক্রবার রাতেও হাটে পশুর সংকটের কারণে ক্রেতারা বিভিন্ন হাটে ছুটছেন বলে খবর পাওয়া গেছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুমিল্লা,কুরবানির পশু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close