উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৬ জুলাই, ২০২০

উলিপুরে অগ্নিকাণ্ডে গবাদি পশুসহ বসতঘর পুড়ে ছাই

কুড়িগ্রামের উলিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের ঘরবাড়ি ও ১ টি গরুসহ প্রায় ৭ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার মধ্যেরাতে উপজেলার দক্ষীণ দলদলিয়া গণকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই পরিবারের লোকজন সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত রহিজ উদ্দিনের ছেলে বদরুল ইসলামের গোয়াল ঘরে কয়েলের আগুন থেকে সূত্রপাত ঘটলে মুহহূর্তেই তা ছড়িয়ে পরে। আগুনের লেলিহান শিখায় নিমিষেই বদরুল ইসলাম ও তার ভাই ফজলুল হকসহ পাশের বাড়ির মৃত আ. সামাদের ছেলে বাবুল মিয়া ও হোসেন আলীসহ ৪ পরিবারের ৮টি টিনসেট ঘর, ধান-চাল, আলু-বাদাম পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও ১টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। আরও ৪ টি গরু অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর হয়ে পড়ে আছে। ক্ষতির পরিমান ধারনা করা হয়েছে প্রায় ৭ লক্ষাধিক টাকা।

এ ঘটনায় উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গকে সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন।

পিডিএসও/এসএম শামীম

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উলিপুর,অগ্নিকাণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close