কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ০৫ জুলাই, ২০২০

কাউখালীতে ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণ করে দিলেন সেনা সদস্যরা

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় আম্পানে ভেঙে পড়া অসহায় আল-আমিনের ঘর নির্মাণ করে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দাসেরকাঠী গ্রামের আল-আমিনের ঘর নির্মাণ করে দেন বরিশালস্থ শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাতিক ডিভিশন ২৬ হর্স রেজিমেন্টের লেফটেন্যান্ট ইসতিয়াকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম।

আল-আমিন বলেন, আম্পানে আমার বসত ঘরটি সম্পূর্ণ ভেঙে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা নতুন করে ঘরটি বানিয়ে দিয়েছে। নতুন ঘর পেয়ে আমি অনেক খুশি।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন জানান, আম্পানে আল-আমিনের ঘরটি ভেঙে যাওয়ার খবর সেনাবাহিনীকে জানাই। পরে তারা এসে নতুন টিন, কাঠ কিনে ঘরটি তৈরি করে দেয়।

লেফটেন্যান্ট ইসতিয়াক জানান, দেশের যেকোনো সংকটে সেনাবাহিনী মানুষের জন্য কাজ করে। আম্পানের পর বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক আল-আমিনের ক্ষতিগ্রস্ত ঘরটি তৈরি করে দেওয়া হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কাউখালী,ঘর নির্মাণ,সেনাবাহিনী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close