লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি

  ০৭ জুন, ২০২০

লোহাগাড়ায় মৌসুমি ফল লিচু নজর কাড়ছে ক্রেতাদের

চট্টগ্রামের লোহাগাড়ায় মধু মাসের অন্যতম ফল লিচু এখন সবার হাতের নাগালে। দাম সাধ্যের মধ্যে থাকায় সব শ্রেণির মানুষ লিচুর স্বাদ পাচ্ছেন। এবছর ফলন বৃদ্ধি পাওয়ায় প্রচুর লিচু মিলছে বাজারে।

রোববার দুপুরে উপজেলার বটতলী মোটর ষ্টেশনে দেখা যায় বিক্রেতারা সারি সারি ভাবে সাজিয়ে বিক্রি করেছে লিচু । সবুজ পাতার সাথে লাল টুকটুকে লিচু। ক্রেতাদের দৃষ্টি আটকে দেয়। প্রতি ১০০ লিচুর দাম ১৫০-১৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ।

লিচু ব্যবসায়ী হেলাল উদ্দিন ও শহীদ আলম প্রকাশ ফকির শহীদ জানান, দেশের বিভিন্ন স্থান থেকে বুম্বাই মোজাফফরি ও চায়না থ্রি লিচু বাজারে এসেছে । লিচুর দাম প্রতি বছর একটু বেশি থাকলেও এবার সাধ্যের মধ্যে। ফলে সব শ্রেণিপেশার মানুষ লিচু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

আর ক্রেতারা জানান, বাজারে লিচু উঠলে দাম একটু বেশি। তারপরও কিনতে হচ্ছে। যেহেতু মৌসুমী ফল। স্বাদ ভালো, মিষ্টি আছে। দামও সহনীয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৌসুমি ফল,লিচু,লোহাগাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close