কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

  ০৭ জুন, ২০২০

কেন্দুয়ায় ৮৫ জন করোনা আক্রান্ত

নেত্রকোনার কেন্দুয়ায় সরকারি বিধি-নিষেধ অনেকেই না মানায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই জেলার সর্বোচ্চ করোনা রোগীর সংখ্যা কেন্দুয়ায়, ৮৫ জন। শনিবার রাতে নেত্রকোনা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, কেন্দুয়া উপজেলায় একদিনে দুই স্বাস্থ্যকর্মীসহ আরও নতুন ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগী শনাক্ত ৮৫ জন। যা নেত্রকোনার জেলার সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত উপজেলা কেন্দুয়া। তার মধ্যে ইউএনও-ওসিসহ ১৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

এছাড়া ১৫ জন উন্নত চিকিৎসার জন্য অন্যান্য হাসপাতালে চিকিৎধীন রয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গঠিত টিমের ডা. সাহেদ হাসান শাওন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) খবিরুল আহসান, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. হাসির আহসান করোনা থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,কেন্দুয়া,নেত্রকোনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close