চট্টগ্রাম ব্যুরো

  ০২ জুন, ২০২০

চট্টগ্রামে করোনার উপসর্গ নিয়ে এএসআই'র মৃত্যু

করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় কাজে ফেরার পর একিদনের মধ্যেই মৃত্যুর কাছে হেরে গেলেন এক পুলিশ কর্মকর্তা। গত রোববার করোনার ধকল কাটিয়ে কাজে ফেরার পরের দিনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তি কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুর কাছে হার মানেন সিএমপির সদরঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জিএম কাইয়ুম (৪৫)।

মঙ্গলবার সকাল ১১ টার দিকে অসুস্থ অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত এএসআই জিএম কাইয়ুম ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, গত সপ্তাহে এ পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ আসে। যার জন্য গত রোববার তিনি রিলিজ হয়ে কর্মক্ষেত্র সদরঘাট থানায় ফিরে যান। মৃত্যুবরণকারী পুলিশ সদস্য মৃত্যুর আগে করোনাভাইরাস পজিটিভ ছিলেন কিনা তা নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বিএনপি'র প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট কবির চৌধুরী (৮৬) মারা গেছেন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিও ছিলেন।

একই হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে করিম উল্লাহ (৫৩) নামে এক ব্যক্তি গতকাল মঙ্গলবার সকাল ৬ টার দিকে মারা যান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা,উপসর্গ,চট্টগ্রাম,মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close