চট্টগ্রাম ব্যুরো

  ৩১ মে, ২০২০

এসএসসি ও সমমানের ফল

চট্টগ্রামে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

ফাইল ছবি

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় বেড়েছে পাসের হার ও জিপিএ-৫। এ বছর পাসের হার হচ্ছে ৮৪.৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন শিক্ষার্থী। গত বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৭৮.১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী। সে হিসেবে গত বছরের তুলনায় পাসের হার বেড়েছে ৬.৬৪ শতাংশ এবং জিপিএ ৫-এর সংখ্যা বেড়েছে ১ হাজার ৬১৫টি।

রোববার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এসব তথ্য জানান।

চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, ২০২০ সালের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৬টি কেন্দ্রে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবারের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৪ হাজার ৯৬ জন। উপস্থিত ছিল ১ লাখ ৪৩ হাজার ৮২৩ জন। এরমধ্যে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র সংখ্যা ৫৫ হাজার ৮৩৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬৬ হাজার ৪৯ জন।

এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার হচ্ছে ৯২.২৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৯ জন। ব্যবসায় শিক্ষা শাখায় পাসের হার হচ্ছে ৮৮.৬৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৪৯ জন শিক্ষার্থী। এছাড়া মানবিক বিভাগে পাসের হার হচ্ছে ৭৫.৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬০ জন শিক্ষার্থী।

এ বছর নগরীতে পাসের হার হচ্ছে ৯০.৩৪ শতাংশ। যা গতবছরের তুলনায় ৫.৯৬ শতাংশ বেশি। মহানগর ছাড়াও চট্টগ্রাম জেলায় পাসের হার হচ্ছে ৮৫.১৪ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬.৫৪ শতাংশ বেশি। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার হচ্ছে ৮৭.২৪ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬.৬৬ শতাংশ বেশি। কক্সবাজার জেলায় পাসের হার হচ্ছে ৮৪.৫৫ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার হচ্ছে ৭৮.৬৪ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার হচ্ছে ৬৮.৫৭ শতাংশ, বান্দরবান জেলায় পাসের হার হচ্ছে ৭৩.২৮ শতাংশ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,জিপিএ-৫,এসএসসির ফল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close