গাজীপুর প্রতিনিধি

  ২৮ মে, ২০২০

গাজীপুরের ৮৪০টি শিল্প কারখানা খুলেছে

ঈদের ছুটি শেষে গাজীপুরের বিভিন্ন এলাকার পোশাক কারখানাসহ দুই হাজার ৭২টি শিল্প কারখানার মধ্যে ৮৪০ কারখানা খুলেছে। এসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার গাজীপুর শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজীপুর শিল্প পুুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বৃহস্পতিবার গাজীপুরের বিভিন্ন এলাকায় ৮৪০টি শিল্প কারখানা চালু হয়েছে। এরমধ্যে রয়েছে বিজিএমইএভুক্ত ৪২৭টি, বিকেএমইএভুক্ত ৬৪টি, বিটিএমইএভুক্ত ৭৭টি এবং অন্যান্য ২৭২টি কারখানা।

তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত ১ হাজার ২৩২টি কারখানা পর্যন্ত বন্ধ রয়েছে। এর মধ্যে রয়েছে বিজিএমইএভুক্ত ৪০৩টি, বিকেএমইএভুক্ত ৭৪টি, বিটিএমইএভুক্ত ৪৫টি এবং অন্যান্য ৭১০টি কারখানা।

তিনি আরও বলেন, শিল্প পুলিশ কারখানাগুলো তদারকি করছে, যাতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধির নিয়মকানুন বাস্তবায়ন করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিল্প কারখানা,গাজীপুর,পোশাক কারখানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close