দোহার (ঢাকা) প্রতিনিধি

  ২৭ মে, ২০২০

দোহারে করোনা আক্রান্ত বেড়ে ৪০

ঢাকার দোহারে এক স্বাস্থ্যকর্মীসহ আরও দুইজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। নতুন শনাক্ত হওয়া দুইজনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের এ্যাটেডেন্ট ও আরেকজন লটাখোলা এলাকার বলে জানা গেছে।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার রিবা।

তিনি জানান, গত বৃহস্পতিবার (২১ মে) দোহার উপজেলা থেকে বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্য থেকে দুইজনের করোনা পজেটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া দুইজনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।

উল্লেখ্য, দোহার উপজেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়া ৪০ জনের মধ্যে মারা গেছেন ২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। মৃত দুইজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
করোনা আক্রান্ত,দোহার,নমুনা পরীক্ষা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close