সাতক্ষীরা প্রতিনিধি

  ২০ মে, ২০২০

সাতক্ষীরায় ভেঙে গেছে উপকূলীয় বাঁধ, প্লাবিত হচ্ছে জনপদ

ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের চুনা নদীর বেড়িবাঁধ ভেঙে গেছে। ইউনিয়নের দাতিনাখালী এলাকার মাসুদ মোড় সংলগ্ন এলাকায় ৩০ হাত বাঁধ ভেঙে যায়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ বাঁধ ভেঙে যায়।

বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল জানান, ৩০ হাত বাঁধ ভেঙে প্রবল বেগে লোকালয়ে পানি প্রবেশ করছে। ইতোমধ্যে একটি গ্রাম প্লাবিত হয়েছে। ইউনিয়নের ১৫ টি গ্রামই প্লাবিত হয়ে যাবে। এখনো রাত ১০ টা পর্যন্ত প্রচুর ঝড় হচ্ছে। এর থেকে বেশী ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয়।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, বাঁধটি ভেঙে গেছে বলে শুনেছি। জনপদের এলাকায় পানি প্রবেশ করছে। আমরা ঝড় থামার পর বাঁধটি সংস্কারের জন্য প্রস্তুতি নিবো। দাতিনাখালি এলাকায় ছাড়া অন্য কোথাও বাঁধ ভেঙেছে এমন খবর এখনো পায়নি।

এ বাপারে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,প্লাবিত,জনপদ,আম্ফান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close