গাজীপুর প্রতিনিধি

  ০২ এপ্রিল, ২০২০

গাজীপুর এলজিইডির উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

করোনাভাইরাস সংক্রমণ রেধে সরকারি নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করা দুঃস্থ ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে গাজীপুর এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহম্পতিবার গাজীপুর এলজিইডির পক্ষ থেকে ১০০ জনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেকের নেতৃত্বে নিম্নআয়ের কর্মচারীবৃন্দ, শ্রমজীবী দিনমজুর এবং পার্শ্ববর্তী গরিব অসহায় মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্যসামগ্রীতে ছিল ৪ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, লবন, পিয়াজ, তেল, গুরা মরিচ, মসলা, সাবান ইত্যাদি।

এসময় নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল বারেক সাংবাদিকদের বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে খুব সুশৃংখলভাবে ১০০ জনের মাঝে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসকের পরামর্শক্রমে পরবর্তীতে বিভিন্ন মহল্লায় গিয়ে ইতোমধ্যে প্রস্তুতকৃত তালিকা মোতাবেক খাদ্যসামগ্রী বিতরণ কাজ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ডিপিডি আরটিআইপি-২ মো: আমিনুর রহমান,সিনিয়র সহকারী প্রকৌশলী ফয়জুল হক প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,খাদ্যসামগ্রী বিতরণ,এলজিইডি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close