লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২০

লোহাগাড়ায় জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে

চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের উদ্যোগে চট্টগ্রাম জেলা পুলিশের জলকামান দিয়ে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা চুনতি থেকে পদুয়া বাজার জীবাণুনাশক স্প্রে কার্যক্রম উদ্বোধন করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম।

ওসি জাকের বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রাশিদুল হকের নির্দেশে লোহাগাড়া থানা এলাকায় প্রায় সাড়ে ৬ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন জল কামান দিয়ে চুনতি থেকে পদুয়া পর্যন্ত জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

এছাড়া, করোনাভাইরাস প্রতিরোধে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জীবাণুনাশক স্প্রে,লোহাগাড়া,জলকামান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close