আকবর হোসেন, মনোহরগঞ্জ

  ২১ ফেব্রুয়ারি, ২০২০

লাকসামে স্থানীয় সরকারমন্ত্রী

‘জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে কাজ করতে হবে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুুজিবুর রহমান অনন্তকাল মানুষের মাঝে বেঁচে থাকবেন। তার গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে।

শুক্রবার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এখন উচ্চশিক্ষায় শিক্ষিত। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকের এই সভার মাধ্যমে সকলকে আহবান জানাবো আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এবং নতুন প্রজন্মকে সবসময় ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দিবেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় অনেক বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সফল করার আহবান জানান।

লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্যাহ এফসিএ। লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, কুমিল্লা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবু তাহের, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্যাহ কায়েস, লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসীম উদ্দিন, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খানসহ আরও অনেকে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম রাব্বানি মজুমদার, আওয়ামী লীগ নেতা অহিদ উল্যাহ মজুমদার, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম চৌধুরী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান রাজু,সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল কালাম আজাদ,আবুল বাশার মজুমদার, মনোহরগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন, মনিরুজ্জামান ভূঁইয়া, অহিদুজ্জামান অপু,চেয়ারম্যান কামাল হোসেন, ওমর ফারুক, মহিন উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান শাহিন জিয়া, আল-আমিন ভূঁইয়া, শাহিদুল ইসলাম শাহিন, হারুনুর রশিদ, লাকসাম উপজেলা যুবলীগ নেতা আবদুল আলিম দিদার, দলিলুর রহমান মানিক, মনিরুল ইসলাম রতন, মোশারফ হোসেন মজুমদার, সফিকুর রহমান সফিক, জানে আলম, আমির হোসেন, মহিউদ্দিন, জহির হোসেন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, যুগ্ন আহবায়ক রুহুল আমিন, লাকসাম উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মনোহগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লবসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
স্থানীয় সরকারমন্ত্রী,লাকসাম,জাতির পিতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close