reporterঅনলাইন ডেস্ক
  ২১ ফেব্রুয়ারি, ২০২০

শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে মাগুরায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘাত

মাগুরায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ঢিল ছোঁড়াছুড়ি হয়েছে। বৃহস্পতিবার একুশের প্রথম প্রহরে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরুর আগেই বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মী শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনার চত্বরে জড়ো হয়ে দলীয় শ্লোগান দিতে থাকে। পরে শ্রদ্ধা নিবেদন শেষে ছাত্রদল নেতাকর্মীরা আবারও দলীয় শ্লোগান দিয়ে হাততালি দিতে-দিতে শহীদ মিনার এলাকা ত্যাগ করতে থাকেন।

এ সময় তাদের শ্লোগান নিয়ে ছাত্রলীগ কর্মীরা আপত্তি তুললে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।

পরে ছাত্রদল কর্মীরা শহরের ভায়না এলাকায় অবস্থান করে। আর ছাত্রলীগ কর্মীরা সরকারি কলেজ সড়কের ডিসি কোর্ট মার্কেটের সামনে অবস্থা নিয়ে পরস্পরের দিকে ঢিল ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, ‘শহীদ দিবসের শান্তিপূর্ণ কর্মসূচিতে উগ্র মিছিল নিয়ে উসকানিমূলক স্লোগান আর হাততালি দিয়ে ছাত্রদল শহীদ মিনার এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছিল।’

ছাত্রদল সভাপতি আব্দুর রহিম বলেন, ‘আমরা ফুল দিয়ে শহীদ মিনার এলাকা ত্যাগ করে মূল সড়কে চলে আসার পর বিনা কারণে ছাত্রলীগ আমাদের ওপর চড়াও হয়।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ফুল দেওয়া শেষে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।’

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরা,শহীদ মিনার,ফুল,ছাত্রলীগ-ছাত্রদল,সংঘাত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close