চট্টগ্রাম ব্যুরো

  ২৮ জানুয়ারি, ২০২০

রাউজানে বাস উল্টে খাদে পড়ে নিহত ২

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে একটি বাস উল্টে খাদে পড়ে ২ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চালকের সহকারী ইমাম হোসেন (৪৫) ও রাঙ্গুনিয়ার শিলক ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মালেক এর স্ত্রী জাহানারা বেগম (৫৫)।

স্থানীয়দের সূত্রে জানা যায়, নগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা চন্দ্রঘোনাগামী একটি লোকাল বাস রাউজান পিংক সিটি সংলগ্ন বদুপাড়া এলাকায় চাকা পাংচার হয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও ২৫ জন আহত হয়।

আহতদের মধ্যে বাসযাত্রী চুয়েট (চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এর মেকানিক্যাল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুর রাজ্জাক, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাদিয়া মাহজাবীন রয়েছেন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার স্টেশনের কর্মকর্তা লিটন হাওলাদার জানান, বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে ছেড়ে আসে ওই বাসটি পাহাড়তলীতে খাদে পড়ে উল্টে যায়। ২ জনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাউজান,বাস উল্টে নিহত,সড়ক দুর্ঘটনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close