কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ১১ ডিসেম্বর, ২০১৯

কালিয়াকৈরে ইটভাটায় অভিযানে ৩০ লাখ টাকা জরিমানা

গাজীপুরের কালিয়াকৈরে ইটভাটায় বুধবার দুপুর থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একটানা ৫ ঘণ্টা ব্যাপী পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এ পর্যন্ত কালিয়াকৈর উপজেলার উত্তর দারিয়াপুর এলাকার ডিবিএম ইটভাটা, আরআরবি, কেএমবি, কিউবি, সান ব্রিকস ষ্টার ব্রিকসসহ মোট ৬টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এসময় প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে জরিমানা ধরে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে ইটভাটা চালানো ও পরিবেশ দূষণের দায়ে এসব অর্থ জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আবদুস সালামসহ র‌্যাব পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কালিয়াকৈর,ইটভাটা,অভিযান,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close