reporterঅনলাইন ডেস্ক
  ১১ ডিসেম্বর, ২০১৯

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুনে নিহত ১, দগ্ধ ৩০

কেরানীগঞ্জের চুনকুঠিয়ায় প্রাইম প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

এরইমধ্যে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ধ্যা পৌনে ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিতে আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। অগ্নিদগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধরা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন।ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই কারখানাটিতে ওয়ান টাইম প্লেট তৈরি করা হতো বলে জানা গেছে।

এদিকে, ঢামেকে ভর্তি হওয়াদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, কারখানাটিতে কিছু মেরামতের কাজ চলছিল। এ অবস্থায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আগুন,কেরানীগঞ্জ,প্লাস্টিক কারখানা,আগুনে নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close