কক্সবাজার প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০১৯

গভীর রাতে শীতার্ত মানুষের পাশে কক্সবাজারের ডিসি

পর্যটন নগরী কক্সবাজারের অলিগলিতে অসংখ্য মানুষ হাড়কাঁপানো শীতে দিন কাটায়। দিন যায় রাত যায়, কে রাখে তাদের খবর? সমাজের অন্য দশজনের মতো অসহায় মানুষগুলোর গায়ে তেমন কোনও কাপড় নেই। শীত নিবারণের জন্য বস্ত্রও পাচ্ছে না তারা।

অফিস সময়ের বাইরে এসব মানুষের খুঁজে রাতেই বের হলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। সঙ্গে নিয়ে গেলেন কম্বলসহ বিভিন্ন রকমের শীতবস্ত্র।

জেলা প্রশাসক নিজের হাতেই অসহায় ও শীতার্ত মানুষগুলোর গায়ে জড়িয়ে দিলেন কম্বল। খোঁজ নিলেন তাদের শারীরিক অবস্থারও।

শুক্রবার রাতেই এভাবে কক্সবাজার শহরের বিভিন্ন পয়েন্টে খুঁজে বেড়ান ঠিকানাবিহীন শীতার্ত মানুষগুলোর। হাতে তুলে দেন শীত বস্ত্র। শীতবস্ত্র পাওয়াদের মধ্যে বৃদ্ধ নারী-পুরুষ ও শিশু রয়েছে।

শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ শাজাহান আলি, কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কল্পনাতীতভাবে শীতবস্ত্র পেয়ে জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে অসহায় এসব শীতার্ত মানুষগুলো।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,ডিসি,শীতার্ত মানুষ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close