reporterঅনলাইন ডেস্ক
  ২১ নভেম্বর, ২০১৯

টাঙ্গাইল শহরে টানা ৩ দিন ১৪৪ ধারা

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ তৎপর রয়েছে

​আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে জেলা প্রশাসনের নেওয়া ১৪৪ ধারা চলছে টাঙ্গাইল শহরে। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা তিনদিন এই ১৪৪ ধারা জারি থাকবে।

সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে পুলিশ তৎপর রয়েছে। শহরের অধিকাংশ প্রবেশদ্বারে পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছে।

টাঙ্গাইল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘর্ষের আশংকা আছে, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। আমরা জনগণের জানমাল রক্ষার্থে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। আর নিরাপত্তার স্বার্থে বেশ কিছু জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।

প্রসঙ্গত, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা করলে এর পাল্টা কর্মসূচি ঘোষণা করে তাদের বিরোধী পক্ষ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
১৪৪ ধারা,টাঙ্গাইল,কর্মসূচি,​আওয়ামী লীগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close