নোয়াখালী প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৯

বজ্রপাতে ২ মহিষ পালকের মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের বড় দেইল গ্রামে বজ্রপাতে দুই মহিষ পালকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মহিষ চরাতে মাঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন—বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড় দেইল গ্রামের খানার বাড়ির কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান (৩৫), একই গ্রামের জিয়াউল হক মিস্ত্রি বাড়ির কামাল উদ্দিনের ছেলে আবুল কালাম (৪০)।

বুড়িরচর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য নূরুল আমিন ঘটনা নিশ্চিত করে জানান, সকাল থেকে বুড়িরচরে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কয়েকটি বজ্রপাতের ঘটনাও ঘটে। বৃষ্টির মধ্যে লালচর এলাকার মাঠে ছেড়ে আসা মহিষ দেখতে যায় কামরুজ্জামান ও কালাম। মাঠের কাছাকাছি গেলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে জমিতে পড়ে থাকতে দেখে বাড়িতে খবর দেয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকালে দুই কৃষক মহিষ নিয়ে মাঠে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বজ্রপাতে মৃত্যু,মহিষ পালক,নোয়াখালী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close