নোয়াখালী প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৯

হাতিয়ায় স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সোমবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমে পৌরসভার মধ্যে জলাবদ্বতা নিরসনে খাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়। পৌর মেয়র একেএম ইউছুপ আলী হাতিয়া উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের পাশে খালের মধ্যে ময়লা আবর্জনা পরিষ্কারের এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া শহর বণিক কল্যাণ সমিতির সভাপতি আবদুল্ল্যাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. সুমন ও ব্যবসায়ী সমিতির নেতারা।

হাতিয়া পৌরসভার মধ্যে অবস্থিত প্রধান সড়কের পাশে খালটি দীর্ঘদিন বিভিন্ন হোটেল ও দোকানের ময়লা পড়াতে অনেকটা ভরাট হয়ে যায়। এতে পৌরসভার বিভিন্ন স্থানে জলাবদ্বতার সৃষ্টি হয়। সম্প্রতি উপজেলা পরিষদের আইনশৃংখলা কমিটির বৈঠকে স্থানীয় সংসদ সদস্য আয়েশা ফেরদাউশ এ খাল পরিষ্কারের নির্দেশ দেন। সংসদ সদসস্যের নির্দেশে দোকান মালিকেরা নিজেদের উদ্বোগে এ খাল পরিষ্কারের সিদ্বান্ত নেন।

আগামী এক সপ্তাহ এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে হাতিয়া শহর বণিক কল্যাণ সমিতির সভাপতি জানান। এদিকে দোকান মালিকদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগণ।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হাতিয়া,খাল পরিষ্কার,স্বেচ্ছাশ্রম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close