কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১৭ আগস্ট, ২০১৯

জমির বিরোধে ভাতিজাকে গলাকেটে হত্যা

আটক ৫

কিশোরগঞ্জে ‘বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে’ এক শিশু খুন হয়েছে। এ ঘটনায় তার ৪ চাচাত ভাই ও চাচাকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে কলমা ইউনিয়নের ডালারকান্দি গ্রামে ওয়াসিম নামে এই শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়। ওয়াসিম ওই গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে। ওয়াদুদের সঙ্গে তার ভাই আবদুর রাজ্জাকের (৬৫) বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

স্থানীয়রা জানান, সকালে শিশুটি ঘরে একা ছিল। তার বাবা-মা বাড়ি পাশে কাজ করছিলেন। তারা ঘরে ফিরে সন্তানের গলা কাটা লাশ দেখতে পান।

অষ্টগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, শিশুটিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যােণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে। জমির বিরোধের জেরে হত্যাকা-ের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আবদুর রাজ্জাক ও তার চার ছেলেকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শিশুর পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

আটক অন্য চারজন হলো রাজ্জাকের ৪ ছেলে আলকাছ মিয়া (৩০), সাইফুল (২৫), কাউস (২৩) ও সৃজন (২০)। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন পরিদর্শক শরীফুল।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গলাকেটে হত্যা,জমির বিরোধ,কিশোরগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close