রাজশাহী ব্যুরো

  ০২ জুন, ২০১৯

দোয়া ও ইফতার মাহফিলে অতিরিক্ত এসপি

‘রাজশাহীর উন্নয়নের অংশীদার প্রতিদিনের সংবাদ’

রাজশাহীর উন্নয়নে প্রতিদিনের সংবাদের অবদান ভোলার নয়। কারণ, রাজশাহীর প্রশাসনিক কার্যক্রমসহ প্রতিটি সেক্টরের উন্নয়নমূলক সংবাদগুলো ফলাওভাবে প্রকাশ করে যাচ্ছে প্রতিদিনের সংবাদ। ফলে গঠনমূলক সামালোচনাগুলো এই পত্রিকার মাধ্যমে জানতে পারছি। যেটি সচরাচর অন্যান্য পত্রিকায় এমনভাবে তুলে ধরা হয় না। ফলে নিশ্চিতভাবে বলা যায়, রাজশাহীর উন্নয়নের অংশীদার হিসেবে এ প্রতিষ্ঠানটি অনেক দাবি রাখে।

শনিবার প্রতিদিনের সংবাদের রাজশাহী বিভাগীয় অফিসের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি, সদর) ইফতে খায়ের আলম।

এ সময় এ অঞ্চলের সমস্যা ও সম্ভাবনার খবরগুলো ধারাবাহিকভাবে আরো বেশি বেশি করে প্রচারের আহ্বান জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এ অঞ্চলের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরো বেগবান করার লক্ষ্যে পত্রিকাটির রাজশাহী অফিসের কাছে অনেক বেশি প্রত্যাশা রয়েছে। আমি বিশ্বাস করি, প্রত্যাশার চেয়ে আমাদের প্রাপ্তির পরিমাণ কোনো অংশে কম হবে না।

বিশেষ প্রতিবেদক এস.এইচ.এম. তরিকুলের সভাপতিত্বে প্রতিদিনের সংবাদের রাজশাহী বিভাগীয় অফিসে আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ শরিফুল ইসলাম।

প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কর্মকর্তা রেজাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওহাটা বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান চৌধুরী, শিক্ষক তানভীর রহমান, শিক্ষক ও সাংবাদিক মনিরুজ্জামান এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির সভাপতি নবাব আলী।

এ সময় অন্যান্যের মধ্যে রাজশাহীর সংবাদপত্র হকার ইউনিয়নের সাবেক সভাপতি সুজন, আইনজীবী পলাশ, প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধিসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,প্রতিদিনের সংবাদ,ইফতার মাহফিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close