reporterঅনলাইন ডেস্ক
  ১৫ মে, ২০১৯

চাঁপাইনবাবগঞ্জে নসিমন উল্টে নিহত ৩

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ধানবোঝাই একটি নসিমন উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নসিমনচালকসহ ছয়জন। মঙ্গলবার রাতে গোমস্তাপুরের পিরাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম ( ১৮), একই গ্রামের আবদুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩২) এবং মৃত মোন্তাজ আলীর ছেলে মোজাফ্ফর হোসেন (৬২)। হতাহত সবাই ধানকাটা শ্রমিক।

গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বরেন্দ্র অঞ্চলে ধান কেটে একটি নসিমনে করে ১০-১২ শ্রমিক শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে নসিমনটি গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে মারা যায় তিন শ্রমিক। আহত হয়েছেন আরও ছয়জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নসিমন উল্টে নিহত,চাঁপাইনবাবগঞ্জ,গোমস্তাপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close