reporterঅনলাইন ডেস্ক
  ১৩ এপ্রিল, ২০১৯

কক্সবাজারে মার্কেটে অগ্নিকাণ্ড

কক্সবাজার শহরের লালদীঘির পূর্বপাড়ের জিলানী মার্কেটে (বিলকিস মার্কেটের সামনে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শনিবার দুপুর ২টার দিকে জিলানী মার্কেটের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত তাৎক্ষণিক কেউ জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বেশ কিছু ককসীট বক্স, পাইপ লাইন পুড়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ সঠিক জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা আরও জানান, তৃতীয় তলায় বেশ কিছু ব্যাচেলর ভাড়া বাসা রয়েছে। সেখানে ইয়াবা ও হেরোইনের আড্ডাও বসে। মাদকাসক্তদের ছোঁড়া আগুনে অগ্নিকাণ্ড হতে পারে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কক্সবাজার ফায়ার সার্ভিসকর্মীরা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বেলা আড়াইটায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানা গেছে।

আগুন নিয়ন্ত্রনে আসার পরপরই তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান চেয়ারম্যান।

পিডিএসও/রি.মা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,মার্কেট,অগ্নিকাণ্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close