reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা-কিশোরগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মানিকখালী স্টেশনে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় কিশোরগঞ্জের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম কবির জানান, সকাল ৬টা ৫০ মিনিটে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি কটিয়াদী উপজেলার মানিকখালী স্টেশনে পোঁছার পর এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ভৈরব রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, খবর পেয়ে কিছুক্ষণ আগে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন মানিকখালীতে পৌঁছেছে। এটি কাজ শুরু করেছে। ইঞ্জিন সচল করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রেন চলাচল,ঢাকা-কিশোরগঞ্জ রুট,ইঞ্জিন বিকল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close