reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি, ২০১৯

দখলমুক্ত হচ্ছে কর্ণফুলীর পাড়

অবশেষে দখলমুক্ত হচ্ছে চট্টগ্রাম বন্দরের প্রাণখ্যাত কর্ণফুলী নদী। নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন।

সোমবার সকাল ১০টায় সদরঘাট এলাকায় অভিযান শুরু করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও তৌহিদুল ইসলাম।

প্রমথ পর্যায়ে সদরঘাট থেকে নগরীর বারিক বিল্ডিং পর্যন্ত ১০ একর জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।

তিনি জানান, চাক্তাই থেকে পতেঙ্গা পর্যন্ত কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা ২ হাজার ১৮৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। প্রথম ধাপে সদরঘাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এরপর পর্যায়ক্রমে অপর দুটি জোনে উচ্ছেদ অভিযান চলবে।

উচ্ছেদ অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ, র‌্যাব ও পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কর্ণফুলী,চট্টগ্রাম বন্দর,অবৈধ স্থাপনা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close