reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জানুয়ারি, ২০১৯

নদীতে ইটবোঝাই ট্রাক : নিহত ৪

আশুলিয়ায় ইট ভর্তি ট্রাক নদীতে পড়ে চারজন মারা গেছেন। মঙ্গলবার সকালে মেঘনা ব্রিকস ফিল্ড থেকে ইট ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-৮৮২৬) আশুলিয়া যাওয়ার পথে মরাগাঙ্গ নদীতে পড়ে ৪০ ফিট পানির নিচে তলিয়ে যায়।

ওই গাড়িতে সাতজন লোক ছিল। এর মধ্যে তিনজন পাড়ে উঠতে পারলেও বাকি চারজন গাড়িতে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

নিহত ব্যক্তিরা হলেন—ট্রাকের চালক শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গিলা গ্রামের মোজাহিদ (২২), একই উপজেলার কামার পাড়া গ্রামের শাহীন (১৮), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালছা গ্রামের আরিফ হোসেন (১৮) এবং জামালপুরের মেলান্দহ উপজেলার ঝিলালী গ্রামের কাদের (৫৫)।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানান, সকাল পৌনে ৭টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট উদ্ধার অভিযান চালিয়ে পরে চারজনের মরদেহ উদ্ধার করে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাভার,নদীতে ট্রাক,মরদেহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close