সাতক্ষীরা প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০১৮

সাতক্ষীরা-১ আসন উন্মুক্ত, মহাজোটের দুই প্রার্থী

ছবি (বাম থেকে): মুস্তফালুৎফুল্লাহ্, সৈয়দ দিদার বখত

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে মহাজোটের দুই দলের দুই প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে রয়েছেন সৈয়দ দিদার বখত ও মুস্তফালুৎফুল্লাহ্। মহাজোটের জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করবেন সৈয়দ দিদার বখত। অন্যদিকে মহাজোটের আরেক শরীক ১৪ দলের ওয়ার্কার্স পার্টির মুস্তফালুৎফুল্লাহ্ নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

শুক্রবার দুপুরে আ.লীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনা ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে নৌকা প্রতীক বরাদ্ধের চিঠি দিয়েছেন। অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থীকে সৈয়দ দিদার বখতকে লাঙল প্রতীক বরাদ্ধের চিঠি দিয়েছেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

এদিকে, মহাজোটের দুই দলের দুই প্রার্থী নির্বাচনী মাঠে থাকায় জাতীয় পার্টির কর্মী সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা থাকলেও ওয়ার্কার্স পার্টির সমর্থকদের মধ্যে উৎসাহ হারিয়েছে। শনিবার বেলা ১২ টায় নির্বাচনকে সামনে রেখে তালা উপজেলার ১২ টি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে দিকনির্দেশনামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

জাপা তালা সদর ইউনিয়ন সভাপতি গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাপার সভাপতি এসএম নজরুল ইসলাম।

উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন জাপা নেতা জামালউদ্দীন, আজিজুর রহমান, জলিল আহম্মেদ, হায়াত নিকারী, হোসেন আলী, আব্দুর রহমান, বুধো খাঁ, খলিলুর রহমান, হাবিবুর রহমান হাবিব, মাসুদ হাসান মনি, কাজী আসাদ, বাবলুর রহমান, নেয়ামত আলী মোড়ল, মতিয়ার সরদার, যুব সংহতি সভাপতি সরদার কবির, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক ইউনুচ আলী সরদার, সাংগঠনিক সম্পাদক হাসান আলী বাচ্চুসহ আরো অনেকে।

এদিকে, এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন হাবিবুল ইসলাম হাবিব।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা ১,লাঙল,নৌকা,মহাজোট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close