আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০১৮

প্রতারণা মামলায় এমপি প্রার্থী গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) কেন্দ্রীয় নেতা আব্দুল কাদের জিলানীকে গ্রেফতার করেছে পুলিশ। বিদেশে লোক পাঠানোর নামে অর্থ আত্মসাতের মামলায় সোমবার রাত ১০টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল কাদের জিলানী বগুড়া-৩ আসন থেকে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন।

পুলিশ জানায়, পূর্বে সে নিজ এলাকায় আদম ব্যাপারীর কাজ করত। সে কারণে এলাকার বেশ কিছু লোককে বিদেশে পাঠানোর নাম করে টাকা নিয়ে আত্মগোপন করে। ২০০৫ সাল থেকে সে এলাকা ছাড়া। এ ব্যাপারে তার বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়। ২০০৫ সালে নওগাঁ চিফ জুডিসিয়াল আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। নির্বাচনের কারণে কিছুদিন হলো সে এলাকায় এসেছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির জানান, তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া,প্রতারনা,এমপি,প্রার্থী,গ্রেফতার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close