গাইবান্ধা প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০১৮

গাইবান্ধায় দুর্গোৎসবের বিসর্জন অনুষ্ঠিত

ফাইল ছবি

গাইবান্ধার প্রতিটি পূজামণ্ডপ ও মন্দিরে বিসর্জন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুক্রবার সকালে শেষ হয়েছে। এরপর প্রতিটি মণ্ডপে চলে নারীদের সিঁদুর খেলা।

বিকেলের পর বিভিন্ন মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ করা হয় পূজার সমাপনী। পরে মুর্তিগুলো স্থানীয় বিভিন্ন জলাশয় ও নদীতে বিসর্জন দেওয়া হয়।

শহরের ১৮টি মণ্ডপের মুর্তিগুলো সন্ধ্যায় বিসর্জন দেওয়া হয় পৌরসভা নিয়ন্ত্রিত নতুন ঘাঘট ব্রিজ সংলগ্ন নদীতে। সেখানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য জানান, এবারে জেলার ৭ উপজেলার ৬৩৫টি মণ্ডপ ও মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের সার্বক্ষণিক তদারকি এবং স্থানীয় সম্প্রীতির কারণে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধা,দুর্গোৎসব,বিসর্জন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close