কুষ্টিয়া প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০১৮

কুষ্টিয়ায় কোটা বহালের দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ

সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদ ও কোটা বহালের দাবিতে মানববন্ধন এবং সড়ক ও রেলপথ অবরোধ করেছে মুক্তিযোদ্ধারা।

শনিবার সকাল সাড়ে ১০টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহরের মজমপুর রেলগেটে মানববন্ধনসহ প্রায় ঘন্টাব্যাপী লেভেল ক্রসিংয়ের গেট ফেলে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যরা।

এসময় দেশের উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সড়ক ও খুলনা-গোয়ালন্দ রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাজশাহী-গোয়ালন্দগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি থেমে যাওয়ায় রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়।

কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকুর নেতৃত্বে কর্মসূচীতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মৃধাসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান, শিক্ষক এবং সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ অংশ নেন।

এসময় বক্তারা মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানান।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,কোটা বহাল,সড়ক,রেলপথ,অবরোধ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close