পটুয়াখালী প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

পটুয়াখালীতে শিশু আইন বিষয়ক সেমিনার

শিশু আইন ২০১৩ এবং শিশু নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদকদ্রব্য, সেলফোন ও ইন্টারনেটের অপব্যবহার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশ পটুয়াখালীর আয়োজনে সোমবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ লাইন হলরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইজিপি ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি এম সহীদুল ইসলাম চৌধুরী।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক শীলা রাণী দাস, প্রাক্তন পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার নুর মোহাম্মদ মিয়া, প্রাক্তন সহকারি পুলিশ সুপার নুর ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাকির হোসেন, ডিআইওওয়ান দেওয়ান জগলুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) জালাল উদ্দিন, ট্রাফিক পরিদর্শক (টিআই) হেলাল উদ্দিনসহ পুলিশের কর্মকর্তা, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক প্রমুখ।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,শিশু আইন,সেমিনার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close