reporterঅনলাইন ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর, ২০১৮

বঙ্গোপসাগরে ক্লিংকারবাহী জাহাজডুবি

দুই নৌযানের সংঘর্ষের পর সিমেন্ট ক্লিংকারবাহী একটি লাইটার জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। রোববার সকালে ভাসানচরের এক নম্বর বয়া থেকে প্রায় এক কিলোমিটার পশ্চিমে নোয়াখালীর ট্যাংগারচরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির উপপরিচালক মো. সেলিম জানান, চট্টগ্রাম থেকে দেড় হাজার টন সিমেন্ট ক্লিংকার নিয়ে ‘এসকে ফারভিন’ নামের লাইটার জাহাজটি নারায়ণগঞ্জে যাচ্ছিল। ট্যাংগারচরের কাছে সাগরে বসুন্ধরা-২৭ নামে আরেকটি লাইটার জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে এসকে ফারভিন আংশিক ডুবে যায়।

পেছনের কিছু অংশ ছাড়া জাহাজটির বেশিরভাগ পানিতে তলিয়ে গেছে জানিয়ে বিআইডব্লিউটিসি কর্মকর্তা সেলিম বলেন, ওই জাহাজের ১৩ জন নাবিকের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লাইটার জাহাজ,বঙ্গোপসাগর,জাহাজডুবি,বিআইডব্লিউটিসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close