reporterঅনলাইন ডেস্ক
  ২১ আগস্ট, ২০১৮

গোপালগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিতহ ৩

গোপালগঞ্জের টেকেরহাট- ফরিদপুর মহাসড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। বাসটি ফরিদপুর থেকে যাত্রী নিয়ে টেকেরহাট বন্দরে আসছিল।

আজ মঙ্গলবার সাড়ে ১১টার দিকে টেকেরহাট-ফরিদপুর মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের ১৪ নম্বর ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রোজিনা বেগম (২৫), অজ্ঞাত পুরুষ (৬০) ও অজ্ঞাত নারী (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লোকাল বাসটি ফরিদপুর থেকে যাত্রী নিয়ে টেকেরহাট বন্দরের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে ১৪ নম্বর ব্রিজের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটির সম্মুখভাগ দুমঁড়ে মুচঁড়ে যায় । খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সড়ক দুর্ঘটনা,নিহত,গোপালগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close