আব্দুর রহমান রাসেল, রংপুর ব্যুরো

  ৩১ জুলাই, ২০১৮

রংপুর রেঞ্জ পুলিশের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঙ্গলবার দুপুরে ডিআইজি অফিস সম্মেলন কক্ষে রংপুর রেঞ্জের নবাগত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অত্র রেঞ্জের গত জানুয়ারি হতে জুন মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক আলোচনায় বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মজিদ আলী, বিপিএম, রংপুর এর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, পিপিএম, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার ফারহাত আহমেদ, কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম, পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন আ‏হ্মদ, দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম, বিপিএম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, রংপুর এর পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবীর, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, গাইবান্ধার পুলিশ সুপার মোঃ আবদুল মান্নান মিয়া, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, রংপুর রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার (কমান্ড্যান্ট, অতিরিক্ত দায়িত্বে, আরআরএফ, রংপুর), মোঃ আব্দুল লতিফ, সিআইডি, রংপুর এর সহকারি পুলিশ সুপার মোঃ সরোয়ার কবীর সোহাগ প্রমুখ।

উক্ত সভায় রংপুর রেঞ্জে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের জুন মাসে দিনাজপুর জেলার হাকিমপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আখিউল ইসলাম, রংপুর জেলার কাউনিয়া থানার এসআই মোঃ সুলতান আলী, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার এসআই মোঃ নুর আলম সরকার, গাইবান্ধা জেলার এসআই মোঃ মনিরুল হক, শ্রেষ্ঠ এএসআই হিসেবে লালমনিরহাট সদর থানার এএসআই মোঃ মোফাজ্জল হোসেন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এএসআই মোঃ শওকত আলম সিদ্দিকী, শ্রেষ্ঠ ট্রাফিক ইউনিট হিসেবে দিনাজপুর, শ্রেষ্ঠ থানা হিসেবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এবং জেলা হিসেবে পুলিশ সুপার, দিনাজপুর নির্বাচিত হন। পরে ডিআইজি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর রেঞ্জ,আইন-শৃঙ্খলা,সভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist