reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুলাই, ২০১৮

কুমিল্লার সীমান্তে ৩ নাইজেরিয়ান নাগরিক আটক

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। বাংলাদেশ-ভারত সীমান্তের চৌদ্দগ্রাম আমানগন্ডা সীমান্তবর্তী বীরচন্দ্রনগর এলাকা থেকে তাদেরকে আটক করে বিজিবি-১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও থানা সূত্রে জানা যায়, আটকরা এক মাসের ভিসা নিয়ে ঢাকায় আসেন। ৪ থেকে ৫ দিন পূর্বে তারা ফেনীর একটি হোটেলে অবস্থান করে। শনিবার রাতে নাইজেরিয়ান তিন নাগরিক বাংলাদেশি সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবি ১০ ব্যাটালিয়নের সদস্যরা তাদের চৌদ্দগ্রাম পৌরসভার ভারত সীমান্তবর্তী বীরচন্দ্রনগর এলাকা থেকে আটক করে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, এ ঘটনায় রোববার ১০ বিজিবির হাবিলদার শরীফ তিতুমীর বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করার পর তাদের আদালতে সোপর্দ করা হয়। আদালতে তাদের জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠিয়েছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাইজেরিয়ান নাগরিক,আটক,কুমিল্লা সীমান্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist