reporterঅনলাইন ডেস্ক
  ০৮ জুলাই, ২০১৮

বন্যার অবনতি উত্তরাঞ্চলে

তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায়, উত্তরাঞ্চলে বন্যার অবনতি হয়েছে। গাইবান্ধা, জামালপুর ও সিরাজগঞ্জে প্রতিদিনই পান্দিবন্দি হচ্ছে হাজার হাজার মানুষ। দেখা দিয়েছে নদীভাঙন। তবে, সিলেটে পরিস্থিতির উন্নতি হয়েছে।

উত্তরের জেলাগুলোতে নদ-নদীর পানি কমতে শুরু করলেও, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও জামালপুরে বেড়েছে। যমুনার প্রভাবে সিরাজগঞ্জের ৬ উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়েছে। প্রতিদিনই নতুন নতুন এলাকায় প্রবেশ করছে বানের পানি। কাজিপুর, এনায়েতপুর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী ও সদর উপজেলার বেশিরভাগ গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। যমুনার সাথে পাল্লা দিয়ে শাখা নদী করতোয়া, হুরাসাগর, আত্রাই, গুমানী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি ৩৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ইসলামপুর উপজেলার চিনাডুলি ও নোয়ারপাড়ার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। সেইসাথে দেখা দিয়েছে নদী ভাঙন। গত ২৪ ঘণ্টায় চিনাডুলি ইউনিয়নের দেওয়ানপাড়ায় যমুনার ভাঙনে ১০টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।

গাইবান্ধার তিস্তা, যমুনা ও বক্ষ্রপুত্রের পানি প্রতিদিনই বাড়ছে। জেলার সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের চরাঞ্চলে ডুবে গেছে অনেক গ্রাম। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে, এখনো পানিবন্দি রয়েছে ধরলা ও দুধকুমারের পাড়ের মানুষ। লালমনিরহাটে বানের পানি নামতে শুরু করায়, তিস্তা ও ধরলায় দেখা দিয়েছে ভাঙন।

এদিকে, টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমার পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন উপজেলার শতাধিক গ্রামের মানুষ রয়েছে চরম র্দুভোগে। সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার নিচে নেমেছে। দুর্গত এলাকায় সরকারি ত্রাণসামগ্রী বিতরণ করা হলেও, তা পর্যাপ্ত নয় বলে দাবি করেছে অনেকে। এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তরাঞ্চল,বন্যার অবনতি,দেশ,বন্যা,নিম্নাঞ্চল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist