বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

  ২৪ জুন, ২০১৮

বকশীগঞ্জে বেকারি শিল্প নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি

জামালপুরের বকশীগঞ্জে বেকার জনগোষ্ঠির কারিগরি দক্ষতা উন্নয়ন ও শোভন কাজে নিয়োগের লক্ষ্যে বেকারি শিল্পের উপর ২৬ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোদন করা হয়েছে। ২৪ জুন রোববার দুপুরে উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ফেমিনা স্কিল ডেভলপমেন্টের বাস্তবায়নে এবং সামর্থ্য প্রকল্পের উদ্যোগে ওই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফেমিনা স্কিল ডেভলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সি.ই.ও) আবু রাইহানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও মাস্টার বেকারির স্বত্বাধিকারী মোহাম্মদ শাহাজ উদ্দিন মাস্টার।

সামর্থ্য প্রকল্পের থানা কমিউনিটি আউট রিচ ফ্যাসিলিটেটর মো. রেজোয়ানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামর্থ্য প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাহমুদুল হাসান, মাহবুবুর রহমান লাভলু প্রমুখ।

এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় বেকার যুবক-যুবতীরা তাদের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাবে এবং আত্মনির্ভরশীল হতে পারবে। প্রশিক্ষণে বিভিন্ন এলাকার ২৫ প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রশিক্ষণ কর্মসূচি,বেকারি শিল্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist