মাজহারুল ইসলাম মিশু, হালুয়াঘাট

  ০৭ মার্চ, ২০১৮

শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে ভর্তি স্কুলছাত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে শিক্ষককের বেত্রাঘাতে জখম অবস্থায় এক স্কুলছাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার কৈচাপুর ইউনিয়নের নৈয়ারীকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে শ্রেণিকক্ষে এই ঘটনা ঘটে। আহত সুমা আক্তার(১১) ঐ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। আহত সুমা এই প্রতিবেদককে জানায়, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে বাংলা ক্লাস চলছিলো। ক্লাস নিচ্ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ রাজ্জাক। ক্লাসে সঠিক উত্তর দিতে না পারায় ঐ শিক্ষক তাকে বেত দিয়ে পিটাতে থাকেন। একপর্যায়ে বেত ভেঙে গেলে তিনি আরো একটি বেত আনার জন্য বলেন। এক পর্যায়ে আহত ছাত্রী শ্রেণিকক্ষে লুটিয়ে পড়ে। শরীরে যন্ত্রণা নিয়েই সে বাড়ি ফিরে আসে। রাতে ঐ ছাত্রীর অবস্থার অবনতি হলে ছাত্রীর বাবা মোজাম্মেল হক বুধবার রাত ১২ টা ২৫ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় শিক্ষার্থীর পিতা সংশিষ্ট শিক্ষকের বিচার দাবি করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ চাঁদ সুলতানা জানান, ওই স্কুলছাত্রীর পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। বর্তমানে ঐ ছাত্রী মানসিকভাবে খুবই দুর্বল। বিষয়টি সম্পর্কে মোবাইল ফোনে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা আক্তারের কাছে জানতে চাইলে তিনি ব্যস্ত রয়েছেন বলে ফোন কেটে দেন।

বিষয়টি নিয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক আঃ রাজ্জাক অভিযোগ স্বীকার করে বলেন, শাসন করেছিলাম, কিন্তু এতো আঘাত লেগে যাবে বুঝতে পারিনি।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ কে এম মোছলেম উদ্দিন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঐ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, বিদ্যালয়ে যেখানে বেত নিয়ে প্রবেশ নিষিদ্ধ সেখানে এ রকম ঘটনা কাম্য নয়। ঐ শিক্ষকের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে ইতোমধ্যে শিক্ষা কর্মকর্তা ময়মনসিংহ মিটিংয়ে থাকায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষক,বেত্রাঘাত,হাসপাতাল,স্কুলছাত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist