reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০২০

রমজান উপলক্ষে ১৭ পণ্যের আমদানি দ্রুত করার নির্দেশ

রমজানে বাজার স্বাভাবিক রাখতে ১৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলাসহ যাবতীয় কার্যক্রম দ্রুত গতিতে শেষ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি কার্যক্রম নির্বিঘ্ন ও দ্রুত গতিতে সম্পন্ন করা’ শীর্ষক এ-সংকান্ত এক সার্কুলার জারি করে।

নিত্যপ্রয়োজনীয় ১৭টি পণ্য হচ্ছে— পেঁয়াজ, রসুন, মসুর ডাল, ছোলা, শুকনো মরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ, ধনে, জিরা, আদা, হলুদ, তেজপাতা, সয়াবিন তেল, পামওয়েল, চিনি এবং খাবার লবণ (বিট লবণ ছাড়া)।

বিদেশি মুদ্রা লেনদেন করছে, এমন ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে এই ১৭টি পণ্যের আমদানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থায় অনুসরণীয় বিধিবিধান পরিপালন সাপেক্ষে আমদানি ঋণপত্র স্থাপন ও আমদানির ক্ষেত্রে যাবতীয় কার্যক্রম দ্রুত গতিতে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সব অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে নির্দেশনা দিতে পরামর্শ দেওয়া হলো।

এর আগে, গত ৯ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জিন্নাত রেহানা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবিরের কাছে পাঠানো এক চিঠিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেন। চিঠিতে ১৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের তালিকাও দিয়ে দেওয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতেই সোমবার বাংলাদেশ ব্যাংক এ সার্কুলারটি জারি করেছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নিত্যপ্রয়োজনীয় পণ্য,রমজান,কেন্দ্রীয় ব্যাংক,আমদানি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close